‘লোকটা আমাদের দিকেই তাকিয়ে আছে।’ ফিসফিস করে বলল রুম্পা।
‘কীভাবে?’
‘আয়নার ভেতর দিয়ে আমাদের দিকেই চেয়ে আছে।’
দরজা আবার খুলে গেল। ভেতরে ঢুকল কুদ্দুস নামের ছেলেটি। আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করল ওদের
দিকে। বস লোকটিও বেসিন ছেড়ে ওদের হাঁটতে শুরু করল। কিছু একটা গোলমাল মনে হচ্ছে— ভাবল রুম্পা।
কী মনে করে পেছনে চাইল সে। সাথে সাথে কুদ্দুস ওর মুখে রুমাল চেপে ধরল।
কিছু একটা ওকে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে— টের পেল রুম্পা। জ্ঞান হারানোর আগে দেখতে পেল বস
লোকটি রোজার মুখেও চেপে ধরেছে রুমাল। ঝপ করে একরাশ অন্ধকার নেমে এলো রুম্পার দু’চোখে।
এরপর আর কিছু ওর মনে নেই।
বইয়ের নাম : রুম্পা জিনিয়াস
মূল্য : ১৮০/— টাকা
প্রকাশক : সময় প্রকাশন





Reviews
There are no reviews yet.