বইয়ের নাম: গুলটুস
আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই পৃথিবীর ঘূর্ণনের দিক উল্টে দেবে সে। পৃথিবীবাসীকে দেখিয়ে দেবে— এই
কাজটা নয় বছর আগেই করা সম্ভব ছিল। মেশিনের গায়ে হাত বোলালো। যেন সন্তানকে আদর করছে। ঘড়ি
দেখল ও। মেশিন চালু করেছে ঘণ্টাখানেক হলো। আরো তিনঘণ্টা পর এটি অ্যাকশনে যাবে। কী কী ঘটবেএকবার কল্পনা করল আসিফ।
— পৃথিবী উল্টোদিকে ঘুরতে শুরু করবে;
— সময় গণনা উল্টে যাবে;
— সূর্য পশ্চিমে উঠে পূর্ব দিকে অস্ত যাবে;
— আস্তে আস্তে পৃথিবী সূর্য থেকে দূরে সরে যাবে।
হাসল আসিফ। পৃথিবী চমকে যাবে নিশ্চয়ই। পৃথিবী যে আস্তে আস্তে চরম উষ্ণতার দিকে এগিয়ে যাচ্ছে সেটা
থেকে বাঁচানোর এটাই যে একমাত্র উপায় সেটা পৃথিবীবাসীঅ কালই বুঝতে পারবে।
সায়েন্স ফিকশন লিখে লিখে কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।
তার লেখা নতুন কিছু সাইফাই গল্পের সমাহার এ বইটি।
সবাইকে আমন্ত্রণ।





Reviews
There are no reviews yet.